AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন


ভাঙ্গুড়ায় ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পাবনার ভাঙ্গুড়ায় মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় ভাঙ্গুড়া উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের সারা জীবন মনে রাখব আমরা।

তারা আরও বলেন, এ সময় তারা যার যার অবস্থান থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া সকল অনিয়মের বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ অব্যাহত রাখতেও অঙ্গীকারবদ্ধ হন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!