AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় অনৈতিক প্রস্তাবে বিব্রত ছাত্রীরা


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৬:৩৯ পিএম, ১ আগস্ট, ২০২৪
কোটালীপাড়ায় অনৈতিক প্রস্তাবে বিব্রত ছাত্রীরা

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় একের পর এক ছাত্রীদের কু-প্রস্তাব, প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ ছাত্রী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয় তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার। 

১০ শ্রেণির এক ছাত্রী জানান, মিঠু মন্ডল প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। এমন কি বিয়ের প্রলোভন দেখিয়ে অশালীন কথাবার্তা বলেন। এ ব্যাপারে কয়েকজন ছাত্রী প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরীর কাছে জানালে তিনি মিঠু মন্ডলকে কিছু না বলে উল্টো ছাত্রীদের বকাঝকা করেন। এতে মিঠু মন্ডল আরো বেপরোয়া হয়ে ওঠেন। নিজেদের সম্মান বাঁচাতে ম্যানেজিং কমিটির নিকট লিখিত অভিযোগ দেই।

৭ম শ্রেণির আরেক ছাত্রী জানায়, মিঠু মন্ডল প্রায়ই বলেন আমাকে তার ভালো লাগে। তার সাথে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন। অভিযুক্ত মিঠু মন্ডল বলেন, এ রকম কোন ঘটনা হয় নাই।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার জানান, পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিং ও অশালীন প্রস্তাব সম্পর্কিত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!