মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে মধ্য রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপ ভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) রাত আড়াইটার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন-পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস (২৪) ও তার সহকারী জয় চন্দ্র দাস (২৫)। শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘দুজনের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। পিকআপ ভ্যানটিতে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা করছি আমরা। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
একুশে সংবাদ/এ.টি/সা.আ
আপনার মতামত লিখুন :