AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেসক্লাব যশোর নির্বাচন, টুকুন সভাপতি ও তৌহিদুর নির্বাচিত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
১০:০৩ পিএম, ২৭ জুলাই, ২০২৪
প্রেসক্লাব যশোর নির্বাচন, টুকুন সভাপতি ও তৌহিদুর নির্বাচিত

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে এস এম তৌহিদুর রহমান ৪৮ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বর্তমানে সভাপতি ও সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ফারাজী আহমেদ সাইদ ২২ ভোট ও সাধারণ সম্পাদক পদে আহসান কবীর ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

শনিবার প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে বিকেল ৩টায় আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে এ ফলাফল প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইসহক।

এছাড়া সহ-সভাপতির দুই পদে ওহাবুজ্জামান ঝন্টু ৪৬ ও শেখ দিনু আহমেদ ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ দুই পদে পরাজিত প্রার্থী শেখ আব্দুল্লাহ হুসাইন ৩৫ ভোট ও সৈয়দ শাহাবুদ্দিন আলম ৩৪ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদকের দুই পদে জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। কোষাধ্যক্ষ পদে জাহিদ আহম্মেদ লিটন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী হাবিবুর রহমান রিপন ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তহীদ মনি পেয়েছেন ৩৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ২৮ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে শহিদ জয় ৬১, হাবিবুর রহমান মিলন ৫৫, সফিক সায়ীদ ৫২, সাইফুর রহমান সাইফ ৪৯, শিকদার খালিদ ৪৬ ও আব্দুল ওয়াহাব মুকুল ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী এহসান উদদৌলা মিথুন পেয়েছেন ৪৪ ও মোকাদ্দেছুর রহমান রকি পেয়েছেন ৩৯ ভোট।

এবারের নির্বাচনে ৮৬ জন ভোটারের মধ্যে ৮৬ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!