মৌলভীবাজার জেলার কমলগঞ্জে নিজ মেয়েকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) গভীর রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ছমির কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
উল্লেখ্য, ২০১১ সালে কমলগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া। এ ঘটনায় শিশুর মা রুবি বেগম তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)-এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে শুক্রবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার (১৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :