চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে পুরোনো স্টেশনে ফার্নেস অয়েল বাহী ওয়াগানে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকার কেটে পা হারালো মোঃ সাইমন নামে ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর।
ঘটনাটি ঘটেছে আজ (৮ জুলাই) সোমবার বিকেল ৩টার সময় দোহাজারী পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। পা হারানো ছেলেটি দোহাজারী ঈদ পুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে সাইমন বলে জানা যায়।
সে দোহাজারী পৌরসভা কাছেমুল উলুম মাদ্রাসার কিতাব খানার ছাত্র।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন জানান, দুপুর ৩ টার দিকে ফার্নেস অয়েল পরিবহন কাজে নিয়োজিত তেলবাহী ওয়াগনটি দোহাজারী রেলওয়ে স্টেশন পৌঁছলে একটি ছেলে ওই ওয়াগন বগিতে উঠতে গিয়ে বগির ফাঁকে পড়ে যায়, এতে চাকায় কেটে তার বাম পা টি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালের নিয়ে গেলে উন্নত কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য যে, প্রতিদিন ছোট খাটো এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে ফার্নেস অয়েল পরিবহন কাজে নিয়োজিত ট্রেনটি দোহাজারী রেলওয়ে স্টেশন পোঁছে তেল খালাস কাজ শেষে ইঞ্জিন ফিরাতে গেলে প্রায় সময়ে ছোট বড় উৎসুক ছেলেরা চলন্ত বগিতে উঠতে দেখা যায় এসব দেখার কেউ নেই বললেই চলে। এতে ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :