জানেন কি বটিয়াঘাটা উপজেলার নামরহস্য?
বর্তমানে বটিয়াঘাটা খুলনা জেলার একটি উপজেলা। ১৮৯২ সালে থানা হিসেবে আত্মপ্রকাশ করে। জানা যায়, ১৮৬০ সালে নৌপুলিশ ক্যাম্প ছিল এখানে। পরে ১৮৯২ সালে পুলিশ ক্যাম্পটি থানায় রূপান্তরিত হয়।
আজ থেকে (বর্তমান ২০২৪ সাল) একশ বছর আগেও বাংলাদেশের যোগাযোগের একমাত্র পথ ছিল নদী ও খাল। তখন সড়ক পথের তেমন উন্নতি ঘটেনি। নৌকা, লঞ্চ, স্টিমার ছিল নৌপথের প্রধান যান।
নৌকার মাঝিদের প্রধান উপকরণ ছিল বৈঠা। নদী-খালে বৈঠা বেয়ে নৌকা নিয়ে মাঝিরা চলে যেত এক এলাকা থেকে অন্য এলাকায়। বর্তমান বটিয়াঘাটা এলাকায় খুলনা থেকে কোলকাতা যাওয়ার পথে স্টিমার থামতো। বটিয়াঘাটা এলাকাটি ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধানকেন্দ্র ছিল ব্রিটিশ আমলে।
নৌকার মাঝিরা সুন্দরবনের সুন্দরী কাঠ দিয়ে নৌকার বৈঠা বানাতো। এখানে বৈঠা বিক্রির হাটও বসতো। খুলনা অঞ্চলে বটিয়াঘাটার সুন্দরী গাছের বৈঠার সুনাম ছিল। দূরদূরান্ত থেকে বৈঠা কেনার জন্য এখানে মানুষ আসতো। এই বৈঠা থেকে বৈঠাঘাটা এবং পরবর্তীতে লোকমুখে পরিবর্তিত হতে হতে বর্তমান নাম ‘বটিয়াঘাটা’য় রূপ লাভ করেছে।
একুশে সংবাদ/
আপনার মতামত লিখুন :