AB Bank
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৮:১৬ পিএম, ৩ জুলাই, ২০২৪
চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের রাউজানে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সুলাল চৌধুরী নামের একজনকে খুনের ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এসময় অপরাধ প্রমাণ না হওয়ায় মামলা থেকে একজনকে খালাস দেওয়া হয়।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ, এম, শফিকুল ইসলাম এই রায় দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেন।

এছাড়া যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে সঞ্জীব চৌধুরী নামের আরেক আসামিকে। এর মধ্যে, দেলোয়ার হোসেন এবং সঞ্জীব চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।
চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে সুলাল চৌধুরী নামের একজনকে কুপিয়ে খুন করে লাশ ডোবায় ফেলে দেয় আসমিরা। এই ঘটনার মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, দেলোয়ার হোসেন, এরশাদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।

আর সঞ্জীব চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে  খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দেলোয়ার আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আর পলাতক তিনজনের বিরুদ্ধে সাজা পরোয়ানার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত আসামি সঞ্জীব চৌধুরীকেও সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন নিজের ওষুধের ফার্মেসি থেকে বাড়িতে ফেরার পথে রাউজানের  নোয়াজিশপুর চিকদাইর সড়কে সুলাল চৌধুরীকে কুপিয়ে খুন করেন আসামিরা। এই ঘটনায় সুলালের ছেলে বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!