AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণের কল্যাণে কাজ করতে চাই : যতীন্দ্র নাথ মিস্ত্রী


জনগণের কল্যাণে কাজ করতে চাই  : যতীন্দ্র নাথ মিস্ত্রী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ,  মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ৩ জুলাই বুধবার সকালে তিনি দায়িত্ব বুঝে নেন। 

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কার্যালয়ে বিদায়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত দায়িত্বভার বুঝিয়ে দেন নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীকে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পরে বলেন, জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই। আামি আগৈলঝাড়াবাসীকে সাথে নিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই। দুর্নীতিমুক্ত আগৈলঝাড়া গড়তে চাই।

প্রসংগত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৯ জুন নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ,  মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা ইয়াসমিন বিজয়ী হন।

একুশে সংবাদ/মা.মা./ এসএডি

Link copied!