AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে রিকশায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০১:৪৭ পিএম, ৩০ জুন, ২০২৪
রাজবাড়ীতে রিকশায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে রিকশায় বোরকা পেচিয়ে মায়ের কোল থেকে সড়কে পড়ে ৮ মাসের কন্যা উম্মে রাইসা নামে এক শিশু মারা গেছে। এসময় আহত হন ওই শিশুর মা শিলা আক্তার। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পৌর শহরের এবাদ আলী মিস্ত্রি পাড়ায়।

পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা, থাই এ্যালোমেনিয়াম মিস্ত্রি রাজু সরদারের স্ত্রী শিলা আক্তার গত বৃহস্পতিবার বেড়াতে যান। পৌর শহরের একই ওয়ার্ড মসজিদ পাড়ার বাবা আমির আলীর বাড়িতে। সঙ্গে নিয়ে যান ৮ মাস বয়সী শিশু উম্মে রাইসাকে।

পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিকশায় করে স্বামীর বাড়ি ফিরছিলেন শিলা। স্বামীর বাড়ি থেকে মাত্র ২০ গজ দূরে স্থানীয় একটি কাঠ চেড়াইয়ের স’ মিলের কাছে পৌঁছামাত্র পড়নের বোরকা রিকশার চাকায় পেচিয়ে যায়। মুহুর্তের মধ্যে রিকসা থেকে শিলা উপর হয়ে পড়েন পাকা সড়কের ওপর। আর কোলে থাকা দুধের শিশু উম্মে রাইসা ছিটকে পড়ে অদূরে। স্থানীয় লোকজন তাদের দ্রুত নিয়ে যান গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

রাজু সরদারের বড় বোন পৌরসভার স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহনাজ পারভীন ও বড় ভাই ফারুক সরদার জানান, গুরুতর জখম অবস্থায় ছোট ভাই রাজুর স্ত্রী শিলা আক্তার ও ভাতিজি উম্মে রাইসাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উম্মে রাইসাকে মৃত ঘোষণা করেন। রক্তাত্ব জখম অবস্থায় মা শিলা আক্তারকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তারা আরো বলেন, ছোট ভাইয়ের বৌ শিলা আক্তারের মাথা, কোমড় ও পায়ে রক্তাত্ব জখম হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করলে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তার কপালে ও হাঁটুতে গভীর ক্ষত হওয়ায় জরুরিভাবে বেশ কয়েকটি সেলাই দিতে বলেছেন। কোলের দুধের শিশু সন্তানের মৃত্যুর খবর পাওয়ায় তাকে হাসপাতালে ধরে রাখতে পারিনি। বাধ্য হয়ে রাত ৯টার দিকে নিয়ে আসি।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!