নেত্রকোনার কেন্দুয়ায় লড়ি গাড়িকে সাইড দিতে গিয়ে টমটম গাড়ির নীচে পড়ে টমটম ড্রাইভার ইসরাফিল(৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজার সংলগ্ন ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ড্রাইভার ইসরাফিল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ইসরাফিলের টমটম গাড়িটি বিপরীত দিক থেকে আসা লড়ি গাড়িটিকে সাইড দিতে গিয়ে টমটম গাড়িটি উলটে রাস্তার পার্শ্বে জমিতে পড়ে যায় এবং ড্রাইভার ইসরাফিল টমটম গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান্দিকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় টিপ্রা গ্রামের ইসরাফিল মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক রোকনোজ্জামান জানান, সড়ক দূর্ঘটনায় সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজার এলাকায় লড়ি গাড়িকে সাইড দিতে গিয়ে নিজ টমটম গাড়ির নীচে পড়ে ড্রাইভার ইসরাফিল নিহত হয়েছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :