পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৩নং কাউখালী সদর ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০০ জনের মাঝে ১০০ প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে কাউখালী সদর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়।
প্যাকেজে যা ছিলো একটি ২০ লিটারের প্লাস্টিকের বালতি, গোসলে র সাবান ৪ টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, স্যানিটারী ন্যাপকিন ৪ প্যাকেট, মগ ১ পিচ, তরল জীবাণুনাশক ৫০০ মিলি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১০০ পিচ, স্যান্ডেল বড়দের ২ জোড়া, খাবার স্যালাইন ১০ পিচ, লিফলেট ১ টি।
বিতরণকালে উপস্থিত ছিলেন ডিএসকে এর প্রতিনিধি মানসুরা আক্তার ফিল্ড অফিসার , সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ২ নং ওয়ার্ডের মেম্বর মো. রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা দূর্গত এলাকার মধ্যে অন্যতম। এখানে আপনাদের প্রকল্প ব্যাতীত অন্য কোনো সহায়তা আসেনি। আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে আপনারা অত্যন্ত স্বচ্ছতার সাথে আমার এলাকার সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করেছেন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :