AB Bank
ঢাকা সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐতিহ্যবাহী গন্ডা ডিগ্রি কলেজে বিদায় অনুষ্ঠান


ঐতিহ্যবাহী গন্ডা ডিগ্রি কলেজে বিদায় অনুষ্ঠান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী গন্ডা ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টায় কলেজ হলরুমে জীব বিজ্ঞান বিষয়েয় প্রভাষক আশরাফুল হক গোলাপের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সদস্য  অনিল চন্দ্র দাস।

বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথমবর্ষ থেকে মারুফ বিল্লাহ, মালা আক্তার। পরীক্ষার্থীদের পক্ষ থেকে চম্পা, আক্তার, অলিউল্লাহ আকাশ, জান্নাতুল মাওয়া।

শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রভাষক ইনজামামুল হক, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক আবু হারেছ, সহ-অধ্যাপক শর্মিষ্ঠা তালুকদার, সহ-অধ্যাপক আসাদুল করিম।

অধ্যক্ষ শেখ কামাল বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তোমরা সব সময় সৎ ও ন্যায়ের পথে থাকবে এবং সব সময় সত্য কথা বলবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা তোমরাই গঠন করবে।তোমরাই স্মার্ট বাংলাদেশ গঠনের নের্তৃত্ব দিবে। অনুষ্ঠানে শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হারুন অর রশিদ।

 

একুশে সংবাদ/সা.আ

Link copied!