AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুকনো খাবার নিয়ে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র


আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুকনো খাবার নিয়ে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুকনো খাবার ও কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় তিনি খবর পেয়ে ছুটে যান উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড নাছির সরদার পাড়া এলাকায়। সেখানে তিনি আগুনে পুড়ে যাওয়া পরিবারের খোঁজখবর নেন। এ-সময় তাদের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেন ১০ দিনের শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে ছিল চাল ১০ কেজি,  তেল ২ লিটার, ডাল ২ কেজি, লবন ১ কেজি, চিড়া,  হলুদ মসলা সহ ১০ প্রকার ও সাথে ব্যবহারের জন্য দেওয়া হয় কম্বল। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে পরিবার গুলোকে দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান। এ-সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। 

উল্লেখ্য গত মঙ্গলবার (২৫ জুন) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড নাছির সরদার পাড়া এলাকার আক্কাছ ফকিরের বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় রাজিব মন্ডল ৯৯৯ এ ফোন করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের টিম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আক্কাছ ফকিরের রান্নাঘর সহ তার ভাই কছের ফকিরের ২টি বসতঘর ও পাশে চাচাতো ভাই ছিদ্দিক ফকিরের ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কছের ফকিরের দু‍‍`টি বসতঘর সহ যাবতীয় আসবাবপত্র, কৃষি পণ্য পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবার গুলোর প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!