ফরিদপুর শহরের নিত্যপন্যের হাজী শরীয়তুল্লাহ বাজার পরিদর্শন করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।
এসময় তিনি বাজারের বিভিন্ন পণ্যে দর নিয়ে কথা বলের ব্যবসায়ীদের সঙ্গে । কয়েকটি দোকানে পণ্যের দর নিয়ে অসন্তষ্টি প্রকাশ করে ব্যববস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।
বুধবার (২৬ জুন) দুপুর আড়াইটার সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বাজার পরিদর্শনে আসেন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
নিত্যপণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান সাংবাদিকদের জানান, ফরিদপুর একটি বড় শহর । এখানে যে পন্যটি আসে সেটি বিভিন্ন বড় বড় পাইকারি বাজার গুলো থেকে আসে ।
তিনি বলেন, বাজারে আমি ঘুরে দেখেছি যে বেশির ভাগ দোকানেই ক্রয় মূল্যের পাকা রশিদ বা বিক্রয় মূল্যে তালিকা নেই, যা ভোক্তা অধিকারের আইনের পরিপন্থি ।
তিনি উল্লেখ করেন, পেঁয়াজ ফরিদপুরের বাজার থেকে দেশের বিভিন্ন স্থানে যায়। এই জেলার পেঁয়াজ খুব ভালো মানের, এখানে খুচরা পযায়ে বিক্রয় করতে দেখেছি ৭০ থেকে ৮০ টাকায় কেজি।
তিনি বলেন, সম্প্রতি সময়ে ডিম নিয়ে সারাদেশেই বাজার উদ্ধমুর্খী ।আমরা আজ কালকের মধ্যেই ডিমের দর নিয়ে কাজ শুরু করবো। হঠাৎ করে কেনো ডিমের দর বেড়েছে সেটা খোজ নেওয়া চেষ্টা করবো । তবে কৃত্তিম সংকট করে দর বাড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :