ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ জুন সকালে ইএসডিও`র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগর গ্রামে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদ।
এছাড়াও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মোঃ মাজেদুল ইসলাম, ইএসডিও`র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ বঙ্গবন্ধু ধান ১০০ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এরপর ফসল কর্তন ও মারাইয়ে জিংক ধান বঙ্গবন্ধু ধান ১০০ এর একর প্রতি ৭৪.০০ মন ফলন পাওয়া যায়। এই জাতের ধান ও ফলন দেখে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষ খুব খুশী এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১৫৬ জন কৃষক এবং ২০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :