ফুপুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরল লালমনিরহাটের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম মিয়া (১০)। পানিতে ডুবে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সংলগ্ন বাআহাড়া গ্রামে।
নিহত সিয়াম লালমনিরহাট এলাকার মুদি দোকান ব্যবসায়ী মিঠোন মিয়ার পুত্র।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সিয়ামের পরিবার ঈদের আনন্দে সেই উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে ফুপিবাড়ি ভাঙ্গা উপজেলা সংলগ্ন এলাকা বাহাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে গতকাল বেড়াতে আসেন। অদ্য (২৪ জুন ) দুপুরে সিয়াম পার্শ্ববর্তী নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নেমে সকলের অজান্তে সিয়াম পানিতে তলিয়ে যায়। সে আর উঠতে পারেন নি। কিছু সময় পরে সিয়ামকে না দেখে স্থানীয়রা তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় সিয়ামকে মৃত্যু ঘোষণা করেন।
সিয়ামের বাবা মিঠোন মিয়া জানান, তার ছেলে সিয়াম সাঁতার কাটা জানেনা, গতকালই তারা তার বোনের বাড়িতে স্ত্রী ও দুই ছেলে নিয়ে সে বেড়াতে আসে। ভাগ্যের নির্মম পরিহাস একদিন পর ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :