বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাঙালী জাতির গৌরব ও অহংকারের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (২৩ জুন) সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারীর নেতৃত্বে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :