গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তধারা গণগ্রস্থাগারের উদ্বোধন করা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকারের উদ্যোগে শুক্রবার (২১ জুন) বিকালে পৌরশহরের তারাপুর সড়কের পাশে অস্থায়ী কার্যালয়ে ঘরোয়া পরিবেশে গ্রস্থাগারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে লেখক ও অবসর প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছড়াকার ও লেখক কঙ্কন সরকারের সঞ্চালনায় মুক্ত আলোচনা করেন উপজেলার সুপ্ত প্রতিভার অধিকারি ও নিবর লেখক, কবি, ছড়াকার হাসান রোকন, ফয়সাল সাকিদার, অরবিন্দু কুমার মোদক, নাজমুজ সাকিব, তপন কুমার পাটোয়ারী, রুহিনী কান্ত বর্মন, গোলাম ফারুক জয়, আরিফুর রহমান আরিফ, ফটিক বর্মন, আমিনুল এহসান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপলু প্রমূখ।
পরে মুক্তধারা গণগ্রন্থাগারে নিজের লেখা একাধিক বই হস্তান্তর করে পাঠাগারের উদ্বোধন ঘোষণা করেন কবি ও লেখক আব্দুস সামাদ মিয়া।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :