AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের জামাতে হঠাৎ অসুস্থ আ জ ম নাছির


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৩:৪৭ পিএম, ১৭ জুন, ২০২৪
ঈদের জামাতে হঠাৎ অসুস্থ আ জ ম নাছির

ঈদুল আজহার নামাজে বসা অবস্থা থেকে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৭ জুন) সকাল আটটার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতের আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের জামাত শেষে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। তখন সবার সঙ্গে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ান আ জ ম নাছির উদ্দীনও।

তার ডান পাশে ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ ও বাম পাশে ছিলেন জাতীয় পার্টির আরেক নেতা সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। মাহমুদুল ইসলামের পাশে দাঁড়ানো ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উঠে দাঁড়াতে গিয়েই আ জ ম নাছির নিচে পড়ে যান।

এসময় তাকে তুলে ধরতে এগিয়ে আসেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্যরা। পরে সবাই আ জ ম নাছিরকে চেয়ারে বসান। এসে দেওয়া হয় পানি। এরপর মোনাজাত শেষে আন্দরকিল্লার বাসায় ফেরেন।

আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বলেন, নামাজ শেষে বেশ কিছুক্ষণ বসে থাকায় পায়ে রক্ত চলাচল কিছুটা কমে গিয়েছিল। এ কারণে উঠে দাঁড়াতেই পা ঝিম ঝিম করায় তিনি পড়ে যান। এখন তিনি সুস্থ আছেন।

 

একুশে সংবাদ/বা.নি/সা.আ
 

Link copied!