সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় (২০ কেজি) শুকনা মরিচের ভেজাল গুড়া, ৫ কেজি চাউল ও ২ ০০ গ্রাম লাল রঙসহ হেলাল বিশ্বাস (৫৩) নামে এক মসলাপণ্য প্রস্তুতকারককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০জুন) পাটকেলঘাটা বাজারের গরুর হাট এলাকার একটি মিল থেকে তাকে আটক করা হয়। হেলাল বিশ্বাস যুগিপুকুরিয়া এলাকার মৃত হিরাজতুল্লাহের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ওই মিলে ভেজাল মশলাপণ্য তৈরি করা হচ্ছে গোপনে এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় ২০ কেজি মরিচের ভেজাল গুড়া ৫ কেজি চাউল ও ২শ গ্রাম রঙসহ হেলাল বিশ্বাসকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :