পাবনার ভাঙ্গুড়ায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদে যায়যায়দিনের উপজেলা ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও উপজেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র চন্দ`র সভাপতিত্বে মজিবুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা পারভীন পাখি, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব-উল আলম, সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ বাদশা, উপজেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাসিনুর রহমান বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :