ক্রমশ শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এরই মধ্যে উপকূলীয় বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে গাছ উপড়ে পড়েছে। এতে বেশ কিছুক্ষণ সেখানে যান চলাচল বন্ধ ছিল।
রোববার (২৬ মে) সকালে রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়ো হওয়ায় গাছ উপড়ে পড়ে। পরে স্থানীয়রা ওই গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
এর আগে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা