AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে ঘরের তালা কেটে অটোরিকশা চুরি


নান্দাইলে ঘরের তালা কেটে অটোরিকশা চুরি

ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা কেটে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।রবিবার (১৯ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে স্বপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় অজ্ঞাত চোরেরা ঘরের তালা কেটে স্বপন মিয়ার ভাগিনা হতদরিদ্র আলমের একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।আলম চরকামট খালী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও আলমের পরিবারসুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে আলম তার অটোরিকশাটি তাদের বাড়ির পাশেই তার মামার বাড়িতে চার্জে বসিয়ে বাড়ীতে চলে যায়।পরে রাতেই কোনো একসময় সংঘবদ্ধ চোরচক্র ঘরের পাশেই বারান্দার তালা কেটে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

আলমের মামা স্বপন মিয়া বলেন,আমার ঘরের পাশেই বারান্দায় আলম তার অটোরিকশা চার্জ করতো।প্রতিদিনের ন্যায় রবিবার রাতে আলম তার অটোরিকশাটি চার্জে বসায়। সোমবার সকালে অটোরিকশাটি বের করতে বারান্দায় গিয়ে দেখি ঘরের দুটি তালা কাটা।অটোরিকশাটি নেই।

অটোরিকশাচালক আলম বলেন,আমি খুব গরীব।তিনবছর আগে অনেক কষ্টে ধারকর্জা করে অটোরিকশাটি কিনেছি। এই আয় দিয়েই চলতো আমার সংসার।এই গাড়িটিই চুরে নিয়ে গেছে। এখন আমি কিভাবে চলবো। আমি অসহায়  হয়ে পড়েছি।মঙ্গলবার দিন থানায় গিয়ে অভিযোগ দিবো।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন,এব্যাপারে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একুশে সংবাদ/এস কে 

Link copied!