জয়পুরহাট জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মিলন দেওয়ানকে আহবায়ক করা হয়েছে এবং হাসানুল ইমাম রবিন ও মোস্তাফা মেহমুদ আহমেদ তমালকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া ৩৮ জনকে সদস্য করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের জয়পুরহাট জেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হলো। এই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সব শাখার সম্মেলন সমাপ্ত করে জয়পুরহাট জেলা শাখার সম্মেলন সম্পন্ন করবে।
একুশে সংবাদ/ম.র.প/জাহা
আপনার মতামত লিখুন :