AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদী উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা


শ্রীবরদী উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা

শেরপুরের শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী শ্রীবরদী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

 

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সম্মেলন কক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করে তথ্যগুলো নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শ্রীবরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) শ্রীবরদীতে ৩৩টি গৃহ হস্তান্তর করা হবে।

 

উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে ৯টি, তাতিহাটি ইউনিয়নে ৪টি, রানীশিমুল ইউনিয়নে ১০টি, খড়িয়াকাজির চর ইউনিয়নে ৪টি, গোশাইপুর ইউনিয়নে ৬টি ও ভেলুয়া ইউনিয়নে ১টি সহ ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে। এরমধ্যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও রয়েছে।

 

এপর্যন্ত শ্রীবরদী উপজেলায় ১৮৮ জন ভূমিহীন ও গৃহহীনকে জমিসহ গৃহ প্রদান করে পুর্নবাসিত করা হয়েছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/আ.হ.প্র/জাহা

Link copied!