দীর্ঘ ৬৫ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল রোববার। রোববার রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। বরগুনার আমতলী-তালতলীসহ উপকূলের জেলেরা।
জানা গেছে, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যে রাত পর্যন্ত সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিন সরকার জেলেদের খাদ্য সহায়তাও দিয়েছে।
উপকূলের জেলে পাড়াগুলো ঘুরে দেখা যায়, জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক জেলেই বরফ নেয়ার জন্য ট্রলার নিয়ে বরফ কলের সামনে অপেক্ষা করছেন। কেউ ট্রলার মেরামত শেষে এখন রঙের কাজ করছেন, আবার কেউ জাল বুনছেন, কেউ ট্রলারে জাল, কন্টেইনার ও গ্রাফিসহ মালামাল উঠাচ্ছেন।
সোমবার রাত ১২ টার পরেই সাগরে চলে যাবেন মাছ ধরার উদ্দেশে। তালতলী উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপকুলের মৎস্য আড়তগুলো আবার হয়ে উঠবে জমজমাট। জেলে পল্লীর সাইদুল, মামুন বশির বলেন, আগামী সোমবার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সোমবার রাতেই ইলিশ ধরতে নামতে পারবো।
ট্রলার মালিক সমিতির সভাপতি মস্তফা চৌধুরী , বরগুনাসহ উপকূলের জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেছে। নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলার সাগরে যেতে দেয়া হয়নি। আগামী সোমবার রাত১২টার পরপরই জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যাবেন এতে জেলে ও মালিকদের নিষেধাজ্ঞাকালীন আল্লাহ সহায় থাকলে ক্ষতি পোষিয়ে উঠতে পারবে।
একুশে সংবাদ.কম/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :