AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৬:২৭ পিএম, ১৭ জুলাই, ২০২৩
কাউখালীতে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে সোমবার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট প্রদান করেন।

 

নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে আমেজ কিছুটা শিথিল ছিল। নয়টি ওয়ার্ডে ৩৬ জন ইউপি সদস্য ও ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী করেন। ইউনিয়নে মোট ১০০৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।

 

ভোট দিতে এসে দক্ষিণ শিয়ালকাটি গ্রামের প্রতিবন্ধী রুবি বেগম জানান, কেন্দ্রের সামনের ব্রিজটা খুবই ঝুকিপূর্ণ ছিল।

 

  একই গ্রামের ৯৫ বয়সের বৃদ্ধ মোহাম্মদ নুরুল ইসলাম ফরাজী জানান, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুবই ভালো লাগলো। আশা করি সব নির্বাচন এভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত যেন হয়।

 

  কাউখালী উপজেলা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, আমাদের টহল টিম খুবই তৎপর ছিল কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ও ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, নির্বাচন সংক্রান্ত সকল কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দেওয়ার জন্য তৎপর ছিলেন।

 

একুশেসংবাদ.কম/সৈ.ব.আ/বিএস

Link copied!