AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামপালে পুলিশের হাতে গাঁজা ব্যবসায়ী আটক


রামপালে পুলিশের হাতে গাঁজা ব্যবসায়ী আটক

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম (২১) নামের এক যুবককে আটক করেছে।

 

সে উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র।

 

সোমবার (১০ জুলাই) রাতে গৌরম্ভা ইউনিয়নের চিত্রা এলাকায় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেশ ঘোষ‍‍`র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা ৫৫(পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ পুলিশ রাকিবুলকে আটক করে।

 

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম‍‍`র কাছে জানতে চাইলে তিনি জানান, গাঁজাসহ রাকিবুল ইসলাম নামের এক যুবককে গত রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আমি যতদিন রামপাল থানায় ওসি‍‍`র দ্বায়িত্ব পালন করব ততদিন আমি কোন মাদক ব্যবসায়ীকে এবং মাদক সেবীকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। হয় মাদক ছাড়তে হবে না হয় রামপাল ছাড়তে হবে।

 

একুশে সংবাদ/ম.জ.প্র/জাহা

Link copied!