ফরিদপুরের সালথায় ১ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন- জেলার সালথা উপজেলার গহেরপুর গ্রামের ইমান মাতুব্বরের ছেলে আসলাম মাতুব্বর (২২) ও একই উপজেলার খর্দ্দ লক্ষণদিয়া গ্রামের কালাম খানের ছেলে আবু তাহের খান (৩৬)।
সোমবার (১০ জুলাই) দুপুরে গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাত জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে ১ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
ডিবির ওসি বলেন- এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে সোমবার তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :