মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউ,পি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউ,পি চেয়ারম্যান আব্দুর সবুর,সব্দালপুর ইউ,পি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিয়ার মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি বি.এম আরিফুজ্জামান সাজ্জাদসহ আওয়ামীলীগের ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিদ্যালয়েরন প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহ উন্নয়ন’-প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
একুশে সংবাদ/আ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :