AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ


শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিএ’র জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

 

সোমবার (৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত  উপজেলার শিমুলিয়া মোড় থেকে ফেরি ঘাট সড়কের পাশে অবৈধ স্থাপনা গুলো গুড়িয়ে দেয়া হয়।

 

এ সময় শিমুলিয়া ঘাট এলাকায় হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. মোজাম্মেল হকের বাড়ির সীমানা প্রাচীরসহ আরো ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি খাবার হোটেল ও বসতবাড়ির সীমানা প্রাচীরসহ ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

বিআইডব্লিউটিএ‍‍`র যুগ্ম পরিচালক (ল্যান্ড আন্ড এস্টেট) গোলাম মোস্তফা জানান, শিমুলিয়া ঘাট এলাকায় চিহ্নিত ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়েছে। ওই অবৈধ স্থাপনাগুলো বিআইডব্লিউটিএ‍‍`র নিজস্ব জায়গায় গড়ে তোলা হয়েছিলো। ইতিপূর্বে কয়েকবার স্থাপনা গুলো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হলেও এসকল স্থাপনা গুলো সরিয়ে না নেওয়ায় এখন উচ্ছেদ অভিযানের মাধ্যমে এসকল অবৈধ স্থাপনা গুলো সরিয়ে দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/আ.না.খা.লি.প্রতি/এসএপি

Link copied!