AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাবারের সন্ধ্যানে কোটচাঁদপুরে মুখকালো হুনুমান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৩৪ পিএম, ১ এপ্রিল, ২০২৩
খাবারের সন্ধ্যানে কোটচাঁদপুরে মুখকালো হুনুমান

বিলুপ্ত প্রজাতির দুটি হনুমানের দেখা মিলেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাড়ির ছাদ ও গাছের ডালে। খাবার সংকটে দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছেন, বলছেন স্থানীয়রা।

 

শনিবার (১ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পৌর শহরের খোন্দকার পাড়া,সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের  প্রাচীর ও গাছের ডালে দেখা মিলেছে বিরল প্রজাতির দুই টি মুখকালো হুনুমান।

 

স্থানীয়রা বলছেন, বন অঞ্চল কমে গেছে। এ কারনে খাবারের সংকট দেখা দিয়েছে। সে কারনে খাবারের সংকটে দলছুট হয়ে লোকালয়ে ছুটেছে তারা। শনিবার সারাদিন ছিল পৌর শহরের বাসাবাড়ির ছাদ,গাছের ডাল।

 

অন্যদিকে তাদেরকে দেখতে ছোট বড় অনেক মানুষের ভীড় ও চোখ পড়ে হনুমান দুটোকে ঘিরে। আবার অনেককে দেখা তাদের কে খাবার দিতে।

 

খোন্দকার পাড়ার সাংবাদিক কন্যা সুরাইয়া জামান বলেন, হুনুমানটি এ এলাকায় আসার পর থেকে কোনো সময় গাছের ডালে, আবার কোনো সময়ে বাড়ির ছাদে ও কলেজের প্রাচীরের উপর বসে থাকতে দেখা যায়।  আমি সহ অনেকেই দেখার জন্য এসেছি। বাড়ি থেকে পাকা কলা এনে দিয়েছি। এছাড়া অনেকেই অনেক খাবার দিচ্ছে ও আনন্দ ও পাচ্ছে তাদের খাবার দেখে।

 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এক সময় সুন্দরবন-পার্বত্য অঞ্চলে প্রচুর মুখকালো বড় প্রজাতির হনুমান দেখা যেত। কিছু হুনুমান খাদ্যের অভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে গেছে। আকার আকৃতিতে মনে হচ্ছে এ প্রজাতির হনুমান বর্তমানে বিলুপ্তির পথে। এটি একটি বিরল প্রজাতির মুখকালো হুনুমান।

 

একুশে সংবাদ/সু.কু.প্রতি/এসএপি

Link copied!