AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৯:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩
মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট

লালমনিরহাট সদর থানায় দায়েরকৃত মামলায় সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রির দায় স্বীকার করেছেন জেলা কারাগারের এ্যাসিস্ট্যান্ট ফার্মাসিষ্ট (এপি) ডিপ্লোমা নার্স বদিউজ্জামান (৫৩)।

 

পুলিশ পরিচয়ে জোরপুর্বক টাকা আদায় ও ওষুধ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি সোমবার রাতে খানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম। তবে এ মামলার ব্যাপারে কিছুই জানেন না কারাগারের জেলার শফিকুল আলম ও সুপার ওমর ফারুক।

 

গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার বানিয়াদীঘি গ্রামের মৃত সুবাস চন্দ্র রায়ের ছেলে গৌতম চন্দ্র রায় (২৮) ও শহরের স্টেডিয়ামপাড়া এলাকার সোলেমান আলীর ছেলে ও পৌর ছাত্রদলের আহবায়ক সৈকত ইমরান (২৫)।

 

এজাহারে বদিউজ্জামান বলেছেন, গৌতম চন্দ্র রায় একজন মোটরসাইকেল ম্যাকানিক্স। শহরের এয়ারপোর্ট সড়কে গ্যারেজ রয়েছে। তিনি কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে গৌতমের মাধ্যমে বাইরে বিক্রি করতেন। গত ১৪ মার্চ সন্ধ্যায় ওষুধ কেনার জন্য ৫জন অজ্ঞাত ব্যক্তি তার জেলখানা রোডে ভাড়াটে বাসায় আসেন। সেখানে গৌতমও উপস্থিত ছিলেন। ওষুধ দেখার সময় অজ্ঞাত ব্যক্তিরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে চক্রটি নগদ ২৮ হাজার টাকা গ্রহন করে এবং এক লাখ টাকার একটি চেক লিখে নেয়। তারা চলে যাওয়ার সময় ওষুধগুলো নিয়ে যায়। গেল কয়েকদিন ধরে চক্রটি এক লাখ টাকার জন্য চাপ দিচ্ছিলো।

 

মঙ্গলবার দুপুরে কারাগারের এ্যাসিস্ট্যান্ট ফার্মাসিষ্ট বদিউজ্জামান বলেন,’ আমি লোভে পড়ে কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রি করতাম। গৌতমের মাধ্যমে এই চক্রটি আমাকে ব্ল্যাকমেইল করেছে আমি মামলা করেছি। 


বদিউজ্জামান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। দুই বছর আগে তিনি লালমনিরহাট জেলা কারাগারে বদলি হয়ে এসেছেন।

 

লালমনিরহাট জেলা কারাগারের জেলার শফিকুল আলম মঙ্গলবার দুপুরে জানান, তিনি মামলার বিষয়ে কোনকিছুই জানেন না। তবে বদিউজ্জামানের বিরুদ্ধে কারাগার থেকে সরকারি ওষুধ পাচারের অভিযোগ রয়েছে।

 

জেলা কারাগারের সুপার ওমর ফারুক মঙ্গলবার দুপুরে বলেন, তিনিও মামলার ব্যাপারে অবগত নন। বদিউজ্জামান মামলায় ওষুধ পাচারের বিষয়ে স্বীকার করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরো চার সন্দেভাজনকে গ্রেফতার করতে পুলিশ সক্রিয় রয়েছে। বদিউজ্জামানের কাছ থেকে নেওয়া ব্যাংকের চেকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আর কারাগার থেকে সরকারি ওষুধ পাচার করে বাইরে বিক্রি করার বিষযটি কারাগার কর্তৃপক্ষ দেখবেন।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৩:০৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অর্থের অভাবে ধমকে রশিতে বাঁধা আলমের চিকিৎসা
  2. ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩ মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট
  3. ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ, ২০২৩ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয়পণ্যসহ তিনটি ট্রাক জব্দ
  4. ০৯:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  5. ০৯:০৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী
  6. ০৩:৩৯ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ শ্রীঘরে ১২
  7. ০৭:৪২ পিএম, ১৪ মার্চ, ২০২৩ অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা ঐশি
  8. ০৬:০৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ স্বাধীনতা বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি: সমাজকল্যাণমন্ত্রী
  9. ০৫:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার
  10. ০৪:২৪ পিএম, ১৪ মার্চ, ২০২৩ কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন
  11. ০৪:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক
Link copied!