AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: সাংসদ আনিস


সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: সাংসদ আনিস

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনার, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষকদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।’

 

শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে চবি রেল গেইট এলাকার একটি কমিউনিটি সেন্টারে হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, তার প্রকৃষ্ট প্রমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্হাপন, বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। তাছাড়া মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সংযুক্ত করে সেই শিক্ষাকে সমকক্ষ করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারী বিভিন্ন দপ্তরে কাজ করার মত উপযোগী করার উদ্যোগও নিয়েছে সরকার। কওমি মাদ্রাসায় সনদ পত্র এই সরকারের একটি মহতী উদ্যোগ।

 

এসময় তিনি বর্তমান সরকারের প্রধান মন্ত্রীকে শিক্ষা বান্ধব প্রধান মন্ত্রী হিসাবে আখ্যায়িত করেন। শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রমজান আলী চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম। অনুষ্ঠানের উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম।

 

শিক্ষক শেলী রানী দে,করবী পাল, মো.জহিরুল ইসলাম, ও সৈয়দ আবদুল মাবুদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিপ্তর চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ শামশুদ্দীন শিশির, পিটিআই, রাঙ্গামাটির সুপার এমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম রিটন কুমার বড়ুয়া, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, মোহাম্মদ একরাম উদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার, সাইদা আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ রুহুল আমীন সবুজ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,  ইউআরসি ইন্সট্রাক্টর, শামসুল আলম ও সাবেক ইন্সট্রাক্টর রুবেল চন্দ্র দাশ।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে সামশুল আলম সিরাজী লতিকা রত্মম মান্না তাসলিমা আকতার কাকলী, কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউনুছ গণি চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.আবুল কাশেম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ রাশেদ, পূর্ব ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী, লতিফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম, ফতেয়াবাদ মহাখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, জনতা ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশ, সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক মাদব চন্দ্র দাশ, আলিফ হসপিটালের এমডি মো.নাজিম উদ্দীন।  

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রকিবুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার মোঃ আশরাফ উদ্দিন,, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ হাফিজুর রহমান প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার সানাউল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা। অবসরপ্রাপ্ত শিক্ষক লায়ন অশোক কুমার নাথ,,সৈয়দ মো.নুরুল আবচার, বিজয় কুমার দত্ত, সুজন তালুকদার, মো.আরিফুল ইসলাম চৌঃ, শর্মীলি ধর বিজু, মো.সেলিম উদ্দিন, কৃষ্ঞা চৌধুরী, সৈয়দ আবু মিরাজ,রতন কুমার দেওয়ানজী,প্রমূখ।

 

পরে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

 

একুশে সংবাদ/এসএপি
 

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ৮ এপ্রিল, ২০২৩ চট্টগ্রামে পাহাড়ধসে ৩ জনের মৃত্যু!
  2. ০৭:১৩ পিএম, ১ এপ্রিল, ২০২৩ জমি নিয়ে বিরোধের জেরে বিধবা বোনকে কুপিয়ে জখম!
  3. ০৭:২১ পিএম, ৩১ মার্চ, ২০২৩ জিজ্ঞাসাবাদে মায়ের সামনে ছেলে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
  4. ০৮:৪০ পিএম, ২৫ মার্চ, ২০২৩ হাটহাজারীতে নিখোঁজ যুবকের ঝুলন্ত গলিত লাশ উদ্ধার
  5. ০৮:১৭ পিএম, ২৪ মার্চ, ২০২৩ হাটহাজারীতে টপসয়েল কর্তন, সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা
  6. ০৭:৩৩ পিএম, ২৪ মার্চ, ২০২৩ অন্যায় ছেড়ে অধিক পরিমাণে নেক আমল করুন: ভূমিমন্ত্রী
  7. ১২:৫৪ পিএম, ২৩ মার্চ, ২০২৩ বিমানবন্ধরে পৌনে তিন কেজি স্বর্ণ উদ্ধার
  8. ০৮:১১ পিএম, ২২ মার্চ, ২০২৩ সাক্ষীকে জেরার সময় আদালতেই আইনজীবীর মৃত্যু
  9. ০২:২৩ পিএম, ২২ মার্চ, ২০২৩ চন্দনাইশে নতুন ঘর ও জমি পেল ৬৫ পরিবার
  10. ০৯:৪১ পিএম, ১৮ মার্চ, ২০২৩ সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে: সাংসদ আনিস
  11. ১০:৫৫ পিএম, ১৪ মার্চ, ২০২৩ সীতাকুণ্ডের সেই অক্সিজেনের পরিচালক গ্রেফতার
  12. ০৫:২২ পিএম, ১৪ মার্চ, ২০২৩ হাটহাজারীতে টপসয়েল কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা
  13. ০৭:১৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩ হাটহাজারীতে ৮ ট্রাক বালু জব্দ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  14. ০১:৪৭ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ৫ টাকায় সংসার চলে সাম্পান মাঝিদের
Link copied!