AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফ থেকে আবারো সাত বাংলাদেশিকে অপহরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
০৩:০৮ পিএম, ১৬ মার্চ, ২০২৩
টেকনাফ থেকে আবারো সাত বাংলাদেশিকে অপহরণ

টেকনাফের বাহাছড়ার জাহাজপুরা পাহাড়ে আবার সাত বাংলাদেশিকে অপরণ করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজল করিম, ইসহাকের ছেলে গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। এরমধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র। 

 

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে, আবার কেউ ক্ষেতে কাজ করতে যায়। এ সময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

 

অপহরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান টেকনাফ থানার ওসি হাফিজুল ইসলাম।

 

এর আগে গত ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হয়। এরপর গত জানুয়ারি পাশ্ববর্তী ইউনিয়ন হ্নীলা থেকে ক্ষেত পাহারা দেয়ার সময় ৪ কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারাও মুক্তিপণ দিয়ে মুক্ত হয়।
 

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!