AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৫:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩
টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার

আমেনা খাতুন তমা (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। গত এক বছরে পূর্বে পায়ের একটি টিউমার থেকে ক্যান্সার শুরু হয়। পরে চিকিৎসকের পরামর্শে গত (৪ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ডান পা কেটে ফেলা হয়। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বিপাকে পড়েছেন অসহায় মা নাজমা বেগম ও ভাই অটোরিকশা চালক নাঈম ইসলাম। যেটুকু সম্পদ ছিল তাও বিক্রি করে আমেনা খাতুন তমার চিকিৎসায় শেষ হয়। আমেনা খাতুন তমা এখন চিকিৎসার অভাবে নিজ বাড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

 

এক পা হারানো তমা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের তমির উদ্দিন (৫৫) ও নাজমা বেগমের মেয়ে আমেনা খাতুন তমা (১৬)। এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

 

আমেনা খাতুনের ভাই নাঈম ইসলাম বলেন, গত এক বছর আগে আমার ছোট বোনের হাটুর নিচে একটি টিউমার ধরা পড়ে। পরে রংপুরে পরীক্ষা-নিরীক্ষার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ডাঃ বিমল চন্দ্র  জানান, তমার পায়ের টিউমার  ইনফেকশন হয়ে ক্যান্সারে রূপ ধারণ করেছে। এখন তাকে বাঁচাতে হলেও তার একটি পা কেটে ফেলতে হবে। মানুষের কাছে ধার-দেনা করে টাকা সংগ্রহ করে তার একটি পা কেটে ফেলি। এখন চিকিৎসকরা বলছেন, নিয়মিত ঔষধ এবং ১০ দিন পর পর থেরাপি দিতে হবে। তা না হলে রোগী আরও অসুস্থ হয়ে পড়বেন। তার ওষুধপত্র কেনার ও থেরাপি দেওয়ার টাকা আমাদের নেই তাই সমাজের বিত্তবানদের কাছে অর্থ সাহায্য চাচ্ছি।

 

আমেনা খাতুন তমা বলেন, আমার একটি পা কেটে ফেলে। এখন চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু আমার বাবা-মা ও ভাইয়ের এত টাকা নেই। আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য সবাই সাহায্য করব।আমি আগের মত হাটতে চাই পড়াশুনা করতে চাই তাই রাবারের একটি পা খুবই প্রয়োজন তা আপনারা ব্যবস্থা করে দিবেন।

 

অসহায় মা নাজমা বেগম বলেন, টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা করতে পারছি না। মেয়ে চিকিৎসার জন্য  ভিক্ষা চাচ্ছি সমাজের সবার কাছে। আমার মেয়ের যেন আগের মতো স্কুলে যেতে পারে। তার চিকিৎসা ও একটি রাবারের পা খুবই দরকার।

 

এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ক্যান্সারের কারণে এক শিক্ষার্থীর পা কেটে ফেলা হয়েছে বিষয়টি জেনেছি। তার পরিবার খুবই গরীব তার চিকিৎসা করার মতো তাদের কোন সমর্থন নেই। এ অবস্থায় তমার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

তমাকে সাহায্য পাঠাতে চাইলে তার বড় ভাই নাঈম ইসলাম যোগাযোগ ও বিকাশ নম্বর- ০১৭৩১-৩৮২১৩২।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৩:০৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অর্থের অভাবে ধমকে রশিতে বাঁধা আলমের চিকিৎসা
  2. ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩ মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট
  3. ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ, ২০২৩ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয়পণ্যসহ তিনটি ট্রাক জব্দ
  4. ০৯:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  5. ০৯:০৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী
  6. ০৩:৩৯ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ শ্রীঘরে ১২
  7. ০৭:৪২ পিএম, ১৪ মার্চ, ২০২৩ অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা ঐশি
  8. ০৬:০৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ স্বাধীনতা বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি: সমাজকল্যাণমন্ত্রী
  9. ০৫:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার
  10. ০৪:২৪ পিএম, ১৪ মার্চ, ২০২৩ কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন
  11. ০৪:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক
Link copied!