AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে অজ্ঞাত নবজাতক উদ্ধার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০২:৩২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
গোবিন্দগঞ্জে অজ্ঞাত নবজাতক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা এলাকা থেকে এক অজ্ঞাত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করলো স্থানীয় জনগন।

 

জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের পশ্চিম দিকের আবাদি জমিতে ডা.দুলু মিয়ার জমির রাস্তার পাশে কে বা কাহারা পিতৃহীন এ নবজাতক সন্তানকে ফেলে রেখে যায়।

 

ওই গ্রামের লোকজন সকাল বেলা মাঠে কাজের উদেশ্য বের হলে, ওই শিশুর কান্না শুনতে পেয়ে এগিয়ে যায়।

 

এ সময় খবর পেয়ে ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী মোছা. নাহিদা বেগম দ্রুত ঘটনার স্থলে পৌঁছে নবজাতক সন্তাকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে এসে ডাক্তার ডেকে তার চিকিৎসা করান। চিকিৎসা চলাকালীন তার দেবর নিঃসন্তান রাজিব মিয়া (২৭) জানতে পেরে শিশুটিকে দত্তক হিসেবে লালন- পালনের ইচ্ছা পোষন করলে তার স্ত্রীর কোলে নাহিদা বেগম তুলে দেন। শিশুটি এখন সুস্থ্য আছে বলে তারা জানান।

 

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েলের কাছে জানতে চাইলে,তিনি বলেন,দত্তক হিসাবে সন্তান নিতে অনেক আইনি জটিলতায় পড়তে হয়। তবে সামাজিক ভাবে যদি সবার সম্মতিক্রমে ওই ব্যাক্তি পিতৃহীন নবজাতক সন্তানের দায়িত্ব নিতে চাইলে কারো আপত্তি থাকার কথা নয়।

 

গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফির সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা হলে তিনি জানান,জন্ম নিবন্ধন করে নিতে পারবে।

 

একুশে সংবাদ.কম/মা.সা.প্র/জাহাঙ্গীর

Link copied!