AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৫:১৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরী(৮৫)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)।

 

সোমবার(৬ ফেব্রুয়ারি)বেলা ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

 

ছাত্রলীগ দিয়েই বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি যুবলীগ করেছেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সৎ, নির্লোভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির বাতিঘর এই প্রবীণ রাজনীতিবিদ ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলনসহ বিভিন্ন লড়াই সংগ্রামে অংশ নিয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে কাজ করেছেন।

 

তিনি পত্নী বিয়োগের পর কয়েক যুগ ছেলে-মেয়েদের সাথে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেছেন। তার মতো ত্যাগী ও ব্যাক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ বর্তমান সময়ের রাজনীতিতে বিরল।

 

তার মৃত্যুর খবরে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে আসে।তার মৃতুতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ)মুহম্মদ ফারুক খান, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা উদীচী, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, শ্রমজিবি ও পেশাজিবি সংগঠনের পক্ষ থেকে গভীর শোক এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায়  গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে দ্বিতীয় জানাযা ও গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারী)বিকেল ৩ টায় ঢাকার কলাবাগানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/মু.মো.হু.প্রতি/এসএপি

Link copied!