শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
শাস্ত্র অনুসারে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মন্দিরে, ক্লাবে ও বাড়ীতে বাড়ীতে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হয়েছে।
এ সময় ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মায়ের কাছে বিদ্যা ও জ্ঞান লাভের আশায় প্রার্থনা করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মায়ের পায়ে অঞ্জলী প্রধানের মাধ্যমে পূজা সমাপন করা হয়।পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কলাবাড়ী ইউনিয়নের হিজল বাড়ী গ্রামের বর্ণিক বাড়ী পূজা উদযাপন অনুষ্ঠানে দেখা যায় শত শত ভক্ত অঞ্জলী দেয়ার জন্য উপস্থিত ছিলেন মায়ের মন্দিরে।
এসময় বিভিন্ন এলাকার ভক্তদের উপস্থিতি দেখা যায়।
পূজা উপলক্ষে স্কুল শিক্ষক প্রশান্ত বর্ণিক বলেন, বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা দিয়েছ, এবছর প্রথম পূজা করি। আমার মানত পূজা ছিলো। পরিবারের সকলে মিলে মায়ের কাছে অঞ্জলী দিয়েছি। মা আমাদের সকলের মঙ্গল কামনা করবেন এটাই প্রার্থনা।
একুশে সংবাদ.কম/সু.ব.প্রতি/সা’দ
আপনার মতামত লিখুন :