AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাবারে বিষক্রিয়া, মহিলা মাদ্রাসার ১৯ ছাত্রী হাসপাতালে


Ekushey Sangbad
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৯:৪২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩
খাবারে বিষক্রিয়া, মহিলা মাদ্রাসার ১৯ ছাত্রী হাসপাতালে

রাজশাহীর গোদাগাড়ীতে মহিলা হাফেজিয়া মাদ্রাসার ১৯ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, বুধবার (২৫ জানুয়ারী) রাত ৮ টার দিকে পৌর এলাকার বুজরুকরাজারামপুর এলাকায় ভাড়া বাড়ীতে অবস্থিত মাদ্রাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদ্রাসার ১৯ জন ছাত্রী পেটের পিড়া দেখা দিলে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

 

হাসপাতালের জানান, খাবার বিষক্রিয়ার হওয়ায় ছাত্রীরা ভমি ও পেটের পীড়া দেখা দেয়।

 

মাদ্রাসাসাতুল হুদা বালিকা হাফেজিয়া মাদ্রাসার সুপার মুজিবুর রহমান বলেন, পৌর খাইরুল ইসলাম নামে একজন জনের বাড়ীতে অনুষ্ঠানে উপলক্ষ তৈরী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর আর কোন খাবার খাইনি।

 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলাম বলেন,অসুস্থ ছাত্রীদের চিকিৎসা চলছে। কি কারণে অসুস্থ হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

 

অসুস্থ ছাত্রীরা হচ্ছে তান্নি(৯), মীম,(৮), ইশিতা(৮), লামিয়া(৯), লামিয়া,৭), হাসি,(১২), তহুরা(১১), ফোরকান(১১), কুলসুম(১০), আমেনা(১১), তাসলিমা(১০) ইমা(১১), শারমিন(১২), খাতিজা(৬), সাহেহা(৭), সুমাইয়া(৫), নাহিদা (১১), শারমিন(১১) ইসরাত(১০)।

 

এদের মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী ৩১ শয্যা হাসাপাতলের স্বাস্থ কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইসলাম জানান।

 

ছাত্রীরা আবাসিকভাবে হিফজুল কোরআন( হাফেজিয়া) শিক্ষা গ্রহন করে।

 

একুশে সংবাদ/মু.হো.প্রতি/এসএপি

Link copied!