AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


রাঙ্গুনিয়ায় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৫জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। পরে স্কুল পরিচালনা কমিটির দাতাদের সদস্যদের নামে হাউজ পর্যায়ক্রমে উদ্বোধন করেন ১নাম্বারে মুহাম্মদ মহসিন চৌধুরী, ২ নাম্বারে জসিম উদ্দিন, ৩ নাম্বারে আলহাজ্ব শাহ আলম, ৪ নাম্বারে রাজু আক্তার চৌধুরী।

 

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ছোট বালক ও বালিকা ১০০ কিলোমিটার, মধ্যম বালক বালিকা ২০০ মিটার, বড় বালক বালিকা ২০০ মিটার দৌড়, মুরগির লড়াই, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, মোরগের লড়াই, বালিকা উঠাবসা, ভারসাম্য দৌড়, স্কিপিং রেইস, বেলুন ফুটানো, গোলক নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার, স্মৃতি শক্তি পরিক্ষা ও যেমন খুশি তেমন সাজ।

 

ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আশিস দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমদ চৌধুরী,  বিশেষ অতিথি ছিলেন স্কুলের অভিভাবক প্রতিনিধি নাছের সিকদার, সাবেক ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক কোব্বাদ আলী তালুকদার, মুহাম্মদ আবুল হাশেম সওদাগর, সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলক ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আজিম সিকদার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ দেওয়ানজী, স্কুলের দাতা সমীর দেবনাথ, মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমূখ। পরিচালনা করেন স্কুলের ক্রীড়া শিক্ষক রফিকুল আলম।

স্কুলের দাতা সদস্য মুহাম্মদ মহসিন চৌধুরী বলেন, দক্ষিণ শিকল এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দাতা সদস্যদের নামে ৪ টি হাউজের মাধ্যমে যে আমাদের সম্মান জানিয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত। প্রতিটা স্কুলে এইভাবেই যদি দাতা সদস্যদের সম্মান তাহলে অনেকেই উদ্বুদ্ধ হবে।

 

একুশে সংবাদ.কম/মু.তৈ.ই.প্রতি/সা’দ

Link copied!