AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু


Ekushey Sangbad
কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার
০২:৪৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩
কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায় অংশীদারের টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেলাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর মারা গেছেন।

 

বুধবার (২৫ জানুয়ারি) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বেলাল উপজেরার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।

 

নিহতের পরিবার জানায়, গত রবিবার সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটের তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সাথে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন। এতে বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান গুরুত্বর আহত হয়। তখন স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ঘটনার পরপরই শাহীন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। রবিবার রাতেই আহত বেলালের বাবা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন।

 

ওসি জানান, তারা মামলার পর শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারা পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/পা.আ.প্রতি/এসএপি

Link copied!