AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফ নাফনদে বিজিবি-বিজিপি‍‍`র যৌথ টহল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কক্সবাজার
০৮:২১ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩
টেকনাফ নাফনদে বিজিবি-বিজিপি‍‍`র যৌথ টহল

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল অনুষ্টিত  হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নাফনদে বাংলাদেশ-মিয়ানমার জল সীমানার মাঝামাঝি নাফনদে বিজিবি ও বিজিপি যৌথ টহল শুরু হয়।

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সীমান্ত সুরক্ষাসহ অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান  রোধে আমরা নাফনদে যৌথ টহল শুরু করেছি। ভবিষ্যতেও দুটি বন্ধু প্রতীম রাষ্ট্রের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ টহল কার্যক্রম চলমান থাকবে। উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী এই যৌথ টহল কার্যক্রম চলমান রাখার মাধ্যমে নিজস্ব সীমান্ত সুরক্ষিত থাকবে।

 

বিজিবি জানায়,  বাংলাদেশ-মিয়ানমার জলসীমানার নাফনদে যৌথ টহলে স্পীড বোটে বিজিবি ১২ সদস্যর পক্ষে নেতৃত্ব দেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং মিয়ানমারের বিজিপি’র ১২ সদস্যের পক্ষে টহল নেতৃত্ব দেন ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লেঃ কর্নেল ইয়ে ওয়াই শো।

 

এদিকে, গত ৩০ অক্টোবর ২০২২ তারিখ বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে উভয় দেশের সম্মতিতে সীমান্তে সার্বক্ষণিক নজরদারীর লক্ষ্যে এই যৌথ টহল শুরু করার পরিকল্পনা করা হয়। যার প্রেক্ষিতে ২৪ জানুয়ারি‍‍` ২৩ তারিখে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ-মায়ানমার সীমান্তে যৌথ টহল পরিচালনার কার্যক্রম শুরু করে।

 

একুশে সংবাদ/শা.হো.প্রতি/এসএপি

Link copied!