AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৭:৫৩ পিএম, ৩ ডিসেম্বর, ২০২২
নবীনগরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

এতে মুক্তারামপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়া (৬০) কে পিটিয়ে হত্যা করেছে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় পিকআপযোগে কাঠ যাচ্ছিল মুক্তারামপুর গ্রামের কবির মিয়ার সমিলে। পথিমধ্যে জিপি নামে ২০০ টাকা চাঁদা দাবি করেন ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়া। বিষয়টি নিয়ে কবির মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে রহিম মিয়ার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়রা সমাধান করে দেন।

 

এর জেরে শনিবার ধরাভাঙ্গা গ্রামের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়। এসময় মুক্তারামপুর গ্রামে অটোরিকশায় থাকা বৃদ্ধ শীতল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।এ সময় হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে নগদ টাকা স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সংঘর্ষে মুক্তিযোদ্ধা মালেক মিয়া, দুলাল মিয়া মেহেদী হাসান, আমির মিয়া, সুমন মিয়া, রয়েল মিয়া, মোহাম্মদ আলীসহ দু গ্রামের ২০ জন আহত হয়েছেন।

 

এ বিষয়ে নবীনগর থানা পুলিশের ওসি সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

একুশে সংবাদ.কম/এ.খ.প্র/জাহাঙ্গীর

 

Link copied!