AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সফলতার একযুগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
০৬:৩৮ পিএম, ২৯ নভেম্বর, ২০২২
কোটচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সফলতার একযুগ

এক যুগের সফলতার ধারাবাহিকতা ধরে রাখলেন ঝিনাইদহর কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এবারও এসএসসির ফলাফলে উপজেলার প্রথম হয়েছেন বিদ্যালয়টি।

 

ছাত্রীদের একাগ্রতা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সচেতনতা আর শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সফলতা বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ উপজেলায় ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯ টি মাদ্রাসা রয়েছে। এ বছর এসব প্রতিষ্ঠান থেকে ৩০৮৫ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ গ্রহন করেন। এর মধ্যে উত্তীর্ন হয়েছে ১৮৫৯ জন। এ প্লাস পেয়েছে ১৯২ জন শিক্ষার্থী।

 

এবারের এসএসসির ফলাফলে প্রথম হয়েছে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। যা একযুগ এ সফলতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী বলেন, এ বছর বিদ্যালয় থেকে ভোকেশনাল সহ ২২২ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে ২১৫ জন পাশ করেছে। যার মধ্যে ভোকেশনাল সহ ১০৮ ছাত্রী  এ প্লাস পেয়েছে।

 

তিনি বলেন, এ বিদ্যালয়টি একযুগ সফলতা ধরে রেখেছে। এ বছর ও সেই সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। আর এ সফলতা ধরে রাখা সম্ভব হয়েছে ছাত্রীদের একাগ্রতা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সচেতনতা আর শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায়।

 

একুশে সংবাদ/ সু.কু.প্রতি/ রখ

Link copied!