AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,দিনাজপুর
১২:৫৪ পিএম, ২৭ নভেম্বর, ২০২২
বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দিনাজপুরের হিলিতে বাংলাদেশ-ভারত সাংবাদিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  

 

শনিবার (২৬ নভেম্বর) স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাকিমপুর প্রেসক্লাব এই খেলার আয়োজন করে।

 

বিকাল ৩টায় বাংলাদেশের হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সদস্যরা এই ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে অংশ নেন।

 

৫০ মিনিটের খেলায় দু’দলই দুটি করে গোল করে। এতে খেলা ড্র হয়। পরে দু’দেশের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ। এসময় হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপস্থিত ছিলেন।

 

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবিত্র মোহান্ত বলেন, ‌‘আমরা ৪ দিনের সফরে ১৪ জন সদস্য আজ শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশে এসেছি। বিকেল ৩টায় ফ্রেন্ডশিপ ফটুবল ম্যাচে অংশগ্রহণ করি। হার-জিত বড় নয়। এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে দুই বাংলার সাংবাদিকদের মাঝে একটি নজির স্থাপন হলো। যা মাইলফলক হয়ে থাকবে।’

 

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, ‘আমরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের আহব্বানে ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের আয়োজন করি। আমরা মনে করি এই খেলার মাধ্যমে দু’দেশের সাংবাদিকদের মধ্যে নতুন করে মেইলবন্ধন সৃষ্টি হলো। আগামীতে এই ধারা অব্যাহত রাখা হবে।’

 

এর আগে বেলা ১১টার দিকে ভারতের সাংবাদিকরা হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় সাংবাদিকরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

 

একুশে সংবাদ/ম.মো.প্রতি/পলাশ

Link copied!