AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ কোটি টাকা আত্মসাতকারী ভুয়া এনজিওর মালিকসহ ৬ জন গ্রেফতার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
১১:০৯ এএম, ২৪ নভেম্বর, ২০২২
৬ কোটি টাকা আত্মসাতকারী ভুয়া এনজিওর মালিকসহ ৬ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিওর মালিক, এরিয়া ম্যানেজার ও  ব্রাঞ্চ ম্যানেজারসহ ৬ জন প্রতারককে আটক করেছে র‌্যাব।

 

আটককৃতরা হলেন-  আব্দুস সামাদ, জামাল উদ্দিন, মাহফুজুর রহমান, জুয়েল আলী, গোলাম রাসেল ও আলমগীর হোসেন। তাদের সকলেরই বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

 

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তোকির জানান,‘ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার বিকালে নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর এলাকার “প্রগ্রেসিভ স্টার সোসাইটি” এর অফিসে অভিযান চালিয়ে সাধারণ মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ভুয়া এনজিওর মালিক, এরিয়া ম্যানেজার ও  ব্রাঞ্চম্যানেজারসহ ৬ সদস্যকে আটক করা হয়।’

 

র‌্যাব জানায়,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে এই এনজিওতে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করতো। অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে; এনজিও কর্মীরা ব্লাংকচেক ব্ল্যাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অসংখ্য ভুক্তভোগীর অভিযোগ ও গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।’

 

এসময় ৫ হাজার পাশবই, ৩টি ব্যাংকের ব্লাংক চেক ও ২৪টি ভূয়া সীল জব্দ করা হয়।

 

এ ব্যাপারে শিবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।

 

একুশে সংবাদ.কম/আ.ও.প্র/জাহাঙ্গীর

Link copied!