AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাঁড়িয়ে থাকা ট্রাকের বাইকের ধাক্কা, কলেজ ভিপিসহ নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
১০:২৪ এএম, ৮ অক্টোবর, ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকের বাইকের ধাক্কা, কলেজ ভিপিসহ নিহত ৩

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় পালাতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঝিনাইদহ সরকারি ভেটিরিনারি কলেজ সংসদের ভিপিসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

 

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কলেজ ছাত্র সংসদের ভিপি ও ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের সাইদুর রহমান মুরাদ (২৫), চুয়াডাঙ্গার তৌহিদুল ইসলাম (২৩)  এবং শমরেষ কুমার (২২)।

 

প্রত্যক্ষদর্শী লিটন হোসেন বলেন, ‘একই মোটরসাইকেলে করে ওই তিন শিক্ষার্থী কলেজের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকে ধাক্কা লাগে। পরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।’

 

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, ‘প্রতিপক্ষরা মারার জন্য দীর্ঘদিন টার্গেট করে আসছে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা তিনটি মোটরসাইকেলে ছয়জন জেলা শহর থেকে কলেজে ফিরছিলাম। পথে প্রতিপক্ষরা আট থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। আমাকে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমি সড়কের পাশের গর্তে পড়ে যাই। ভিপি মুরাদসহ তিনজন দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।’

 

ঝিনাইদহ ফায়ার স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা মো. সুমন বলেন, ‘সড়কে দাড়িয়ে থাকা খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কায় ১৮ মাইল নামক স্থানে তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। খাম্বা বোঝাই ট্রাকটি সিগনাল লাইট না জ্বালিয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে মোটরসাইকেলচালক দেখতে না পেয়ে ট্রাকে আঘাত করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরে ট্রাকচালক পালিয়ে গেছে।’

 

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, তারা মোটরসাইকেলে করে কলেজে ফিরছিলেন। ১৮ মাইল এলাকায় বিদ্যুতের খাম্বাবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!