AB Bank
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে মর্যাদা সুরক্ষা সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
কেন্দুয়া উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০৫:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২
কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে মর্যাদা সুরক্ষা সামগ্রী বিতরণ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মানুষসহ ৫০০ নারীর মধ্যে মর্যাদা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের উত্তর কেন্দুয়া মডেল ক্লাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ২৩০ জন নারী ও ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী চয়ন সরকার, সহকারী প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান লিটন, প্রকল্প পরিদর্শক আলী আক্কাছ, কমিউনিটি মবিলাইজার নূরে আলম সোহাগ ও  আফরোজা বেগম মালাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সুরক্ষা সামগ্রী নিতে আসা কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের আম্বিয়া আক্তার ও তৃতীয় লিঙ্গের সাগরিকা জানান, এসব মূল্যবান সুরক্ষা সামগ্রী পেয়ে তারা খুবই খুশি।

 

পরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ জন নারীর মধ্যেও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/আ.হ.গো/এসএপি

Link copied!